ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Sharenews24

শেয়ার কিনতে পারেনি ১৫ কোম্পানির বিনিয়োগকারীরা

২০২৪ মে ০৫ ১৫:৫৩:৩০
শেয়ার কিনতে পারেনি ১৫ কোম্পানির বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক : আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে (০৫ মে) দেশের শেয়ারবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শেয়ারবাজারে ব্যাপক উত্থানের কারণে শেয়ার কিনতে পারেনি ১৫ কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, ফারইস্ট নিটিং, গ্লোবাল হেভিকেমিক্যাল, ফার কেমিক্যাল, বিডি থাই অ্যালুমিনিয়াম, প্রাইম ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, সুরিদ ইন্ডাস্ট্রিজ, রূপালী ব্যাংক, সাইফ পাওয়ারটেক, এস আলম কোল্ড রোল্ড এবং কোহিনূর কেমিক্যালস।

জানা যায়, এই ১৫ কোম্পানির দর উল্লেখযোগ্য হারে বেড়ে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করায় এর ক্রেতা থাকলেও বিক্রেতা সঙ্কট ছিল। যে কারণে এসব কোম্পানির শেয়ার ক্রয় করতে পারেনি বিনিয়োগকারীরা। অনেক দিন পর বিনিয়োগকারীরা কোম্পানিগুলোর এমন অবস্থা দেখে শেয়ার কিনতে না পারলেও বেজায় খুশী হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ এবং ফারইস্ট নিটিংয়ের। কোম্পানি ২টির মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের দর ১ টাকা ৪০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ১৫ টাকায় ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

অপর কোম্পানি ফারইস্ট নিটিংয়ের দর ১ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে সর্বশেস ১৬ টাকায় ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- গ্লোবাল হেভি কেমিক্যালের ৯.৯১ শতাংশ, ফার কেমিক্যালের ৯.৯১ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯.৯০ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৯.৭৮ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৯.৫৩ শতাংশ, মিথুন নিটিংয়ের ৯.৫২ শতাংশ, সুরিদ ইন্ডাস্ট্রিজের ৯.৫২ শতাংশ, রূপালী ব্যাংকের ৯.৫২ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৯.৪৯ শতাংশ, এস আলম কোল্ড রোল্ডের ৯.১৭ শতাংশ এবং কোহিনূর কেমিক্যালের ৭.৪৯ শতাংশ দর বেড়েছে।

শেয়ারনিউজ, ০৫ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে