ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

উভয় বাজারে ৩ কোম্পানির বড় পতন

২০২৪ মে ০৩ ১০:৫৪:৪১
উভয় বাজারে ৩ কোম্পানির বড় পতন

নিজস্ব প্রতিবেদক : পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিদায়ী সপ্তাহের বুধবার (০১ মে) বন্ধ ছিল দেশের শেয়ারবাজার। ফলে বিদায়ী সপ্তাহে (২৮ এপ্রিল-০২ মে) শেয়ারবাজারে চার কর্মদিবস লেনদেন হয়েছে। এই চার কর্মদিবসের মধ্যে তিন কর্মদিবসেই উত্থান প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজার।

এমন উত্থানের মধ্যেও পতন বা লুজার তালিকার শীর্ষে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং আফতাব অটোমোবাইলস লিমিটেড। উভয় স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বিদায়ী সপ্তাহে কোম্পানিগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের তালিকায় শীর্ষ স্থানে অবস্থান করছে রূপালী ব্যাংক। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬.৬১ শতাংশ।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দর পতন বা লুজারের তালিকায়ও কোম্পানিটি প্রথম স্থানে অবস্থান করেছে। আলোচ্য সপ্তাহে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৫.৮২ শতাংশ।

ডিএসইর দর পতনের তালিকায় তৃতীয় স্থানে অবস্থান করেছে প্রিমিয়ার ব্যাংক। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.০৯ শতাংশ।

সিএসইর দর পতনের তালিকায় কোম্পানিটি অস্টম স্থানে অবস্থান করেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৩৩ শতাংশ।

ডিএসইর দর পতনের তালিকায় সপ্তম স্থানে অবস্থান করেছে আফতাব অটোমোবাইলস। আলোচ্য সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.১১ শতাংশ।

অপর বাজার সিএসইর পতনের তালিকায় কোম্পানিটি নবম স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে সিএসইতে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৩১ শতাংশ।

শেয়ারনিউজ, ০৩ মে ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে