ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
Sharenews24

সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়ালো গ্রামীণফোন

২০২৪ মে ০২ ১৯:৩৯:২২
সর্বনিম্ন রিচার্জের মেয়াদ বাড়ালো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক : রিচার্জের সর্বনিম্ন মেয়াদ বাড়িয়ে ৩৫ দিন করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। গ্রাহকদের প্রয়োজনীয়তা মাথায় রেখে অন্যান্য মূল্যের রিচার্জের ক্ষেত্রেও মেয়াদ বাড়িয়েছে অপারেটরটি।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, এখন থেকে গ্রামীণফোনের সর্বনিম্ন ২০ টাকা রিচার্জের মেয়াদ হবে ৩৫ দিন।

এতে আরো উল্লেখ করা হয়, ৩০ থেকে ৪৯ টাকা রিচার্জের ক্ষেত্রে মেয়াদ বর্তমানে ৩৫ দিন, যা আগে ছিল ১৫ দিন। ৫০ থেকে ১৪৯ টাকা রিচার্জের মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৪৫ দিন এবং ১৫০ থেকে ২৯৯ টাকা রিচার্জের মেয়াদ ৪৫ দিন থেকে বাড়িয়ে ৬৫ দিন করা হয়েছে। ২৯৯ টাকার বেশি যে কোনো রিচার্জের মেয়াদ হবে ৩৯৫ দিন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সকল প্রিপেইড গ্রাহক ইলেকট্রনিক রিচার্জ সিস্টেম (ইআরএস), মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং অনলাইন রিচার্জের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন।

শেয়ারনিউজ, ০২ মে ২০২৪

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে