ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মদিনায় নজিরবিহীন বন্যা, রেড অ্যালার্ট জারি

২০২৪ মে ০২ ০৮:২৯:২৮
মদিনায় নজিরবিহীন বন্যা, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগের কারণে সৌদি কর্তৃপক্ষ মদিনায় রেড অ্যালার্ট জারি করেছে।

সংবাদ মাধ্যম দ্যা নিউ আরব জানিয়েছে, সৌদি আরবের মদিনার আল ইস নামক স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। দেশটির আবহাওয়া কর্তৃপক্ষ ভারী বৃষ্টি ও বন্যার জন্য রেড অ্যালার্ট জারি করেছে। মদিনায় রাস্তাঘাট এবং স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

মদীনায় অবস্থিত মসজিদুল নববীতে বৃষ্টির পরিমাণ এত বেশি ছিল যে মসজিদের ছাউনি দিয়ে পানি পড়তে শুরু করেছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টির মধ্যে আনন্দ করছে শিশুরা।

এছাড়াও মদিনার বিভিন্ন সড়কে যানবাহন তলিয়ে গেছে, অনেক জায়গায় রাস্তা অবরুদ্ধ এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরী পরিষেবার আধিকারিক ও কর্মীরা অবিলম্বে বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষকে সাহায্য করতে কাজ শুরু করেছে।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধার এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।

এছাড়া সড়কে কৃষিপণ্য পরিবহনের সময়ে রাস্তা-ঘাটে চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

শেয়ারনিউজ, ০১ মে ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে