ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে পাথর চাপায় পিষ্ট হলেন বাংলাদেশি

২০২৪ এপ্রিল ২৮ ১৮:০৭:৪৬
ওমানে পাথর চাপায় পিষ্ট হলেন বাংলাদেশি

প্রবাস ডেস্ক : ওমানে নির্মমভাবে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে রাজধানী মাস্কাটের বিমানবন্দরের কাছে পানি নিষ্কাশনের ম্যানহোলে কাজ করার সময় মাটি ও পাথরে পিষ্ট হয়ে তিনি মারা যান।

জানা যায়, নাদিম ওরফে আলিম (২৫) নামে ওই প্রবাসীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামে। সে আশরাফুল হক ওরফে ফুকার ছেলে। তিনি মাস্কাটের রুসাইল এলাকায় থাকতেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি ওমান যান। তার বড়ভাই মাসুম আলী (৪১) ২০২০ সালে প্রথমে ওমান যান। তিনি ছোটভাইকে ওমানে নিয়ে যান। মাসুম গত ৬ এপ্রিল বাড়ি আসেন।

মাসুম আলী বলেন, নাদিম তার পরিবারে একটি আড়াই বছরের মেয়ে ও স্ত্রী সুমাইয়া ফেরেদৌসী শরিফাকে (১৯) রেখে গেছেন। পুরো পরিবার জুড়ে এখন শোকের মাতম চলছে। ওমান সরকারের কোন অর্থ সাহায্য এখনও তারা পান নি।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমল বলেন, একজন তরুন রেমিট্যান্স যোদ্ধার কর্মক্ষেত্রে এমন মৃত্যু দুঃখজনক।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে নাদিমের দাফন সম্পন্ন হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে