ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সাইপ্রাস যারা যেতে চান তাদের জন্য দুঃসংবাদ

২০২৪ এপ্রিল ২৫ ১১:৫২:১০
সাইপ্রাস যারা যেতে চান তাদের জন্য দুঃসংবাদ

প্রবাস ডেস্ক : লেবানন থেকে বিপুল সংখ্যক আশ্রয়প্রার্থীর আগমনে চাপে পড়েছে ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস৷ তাই আশ্রয়প্রার্থীদের সংখ্যা কমানোর চেষ্টা করছে দেশটি৷

দেশটির কর্তৃপক্ষ ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, তারা ২০২৪ সালের শুরু থেকে ১৬ এপিল পর্যন্ত প্রথম তিন হাজার ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠিয়েছে৷

সাইপ্রাসের বর্তমান জনসংখ্যা নয় লাখ ১৫ হাজার৷ আশ্রয়প্রার্থীরা এখনও দেশটির মোট জনসংখ্যার পাঁচ শতাংশ৷ যা ইইউভুক্ত কোনো দেশের জন্য একটি রেকর্ড৷

দ্বীপ দেশটি গত বছর থেকে অনিয়মিত অভিবাসীদের প্রত্যাবাসনের প্রচেষ্টা জোরদার করেছে দেশটি ইউরোপীয় ইউনিয়নের অভ্যন্তরে এবং বাইরে একাধিক দেশে অনথিভুক্ত লোকদের স্থানান্তরিত করেছে বা ফিরিয়ে দিয়েছে।

সাইপ্রাস কর্তৃপক্ষ মঙ্গলবার (১৬ এপ্রিল) ইনফোমাইগ্রেন্টসকে জানিয়েছে, দেশটি চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত তিন হাজার ৩০০ জনেরও বেশি অনিয়মিত অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে৷

এই সংখ্যার মধ্যে জোরপূর্বক বহিষ্কার, স্বেচ্ছা প্রত্যাবাসন এবং স্থানান্তর প্রক্রিয়াও অন্তর্ভুক্ত বলে নিশ্চিত করেছে দেশটি৷ নিকোসিয়া আরও জানায়, ২০২৩ সালের একই সময়ে সংখ্যাটি ছিল দুই হাজার ৩৪৮ জন।

দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জোরপূর্বক বহিষ্কার আফগান এবং সিরীয়দের জন্য প্রযোজ্য নয়৷ মিশর, বাংলাদেশ, উত্তর আফ্রিকা এবং সাব-সাহারা আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের মূলত সাইপ্রাস থেকে ‘ডিপোর্ট’ করা হয়৷

সাইপ্রাস থেকে এমন সময় অভিবাসীদের বহিষ্কার বৃদ্ধি করা হয়েছে যখন দেশটি সিরীয়দের আগমনের উল্লেখযোগ্য বৃদ্ধির মুখে পড়েছে৷ মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার পর এপ্রিলের শুরু থেকে লেবানন থেকে এক হাজারেরও বেশি সিরীয় নৌকায় সাইপ্রাসে এসে পৌঁছেছে৷

তীব্র আগমনের মুখোমুখি হয়ে সম্প্রতি নিকোসিয়া ঘোষণা করেছে, দেশটি সিরিয়া থেকে আসা আশ্রয়প্রার্থীদের প্রক্রিয়া স্থগিত করবে৷

অনিয়মিত আগমনের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে সাইপ্রাস বেশ কয়েক মাস ধরে ইউরোপীয় সীমান্ত পর্যবেক্ষণ সংস্থা ফ্রন্টেক্সের সাথে কাজ করছে।

এছাড়াও, এই সপ্তাহ থেকে, একটি সাইপ্রিয়ট আইন প্রয়োগকারী নজরদারি জাহাজকে অনিয়মিত অভিবাসন রোধ করার লক্ষ্যে সিরিয়ার অভিবাসীদের নৌকা থামাতে লেবাননের উপকূলে টহল দিতে দেখা গেছে।

একটি দাতব্য সংস্থা জানিয়েছে, ওই জাহাজের উপস্থিতির কারণে পাঁচটি নৌকা বোঝাই সিরীয় অভিবাসনপ্রত্যাশীদের যাত্রা থামানো সম্ভব হয়েছে৷ তবে, বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি সাইপ্রাস কর্তৃপক্ষ৷

মাইক্রো-ব্লগিং সাইট 'এক্স' প্ল্যাটফর্মে দাতব্য অ্যালার্মফোন লিখেছে, ‘এই লোকেরা সাইপ্রাস এবং লেবাননের মধ্যে একটি বিপজ্জনক খেলায় ধরা পড়েছে। তারা খাবার ও পানীয় ছাড়া সমুদ্রে আটকা পড়েছে এবং জরুরী সাহায্য প্রয়োজন।’

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস আইওয়ানউ বলেছেন, ‘আমরা অভিবাসীদের আগমন রোধ করতে অন্যান্য ব্যবস্থা নিয়েছি, যার মধ্যে নতুন আশ্রয়ের আবেদন গ্রহণ স্থগিত করা রয়েছে।’

কিন্তু লেবাননের উপকূলে সাইপ্রাসের টহল জাহাজের উপস্থিতি সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি৷

শেয়ারনিউজ, ২৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে