ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

‘রোড টু মক্কা প্রজেক্ট’ শুরুর নির্দেশ সৌদি প্রিন্সের

২০২৪ এপ্রিল ২৪ ১১:১৩:০৭
‘রোড টু মক্কা প্রজেক্ট’ শুরুর নির্দেশ সৌদি প্রিন্সের

প্রবাস ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান (এমবিএস) ইসলামাবাদের পর করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে ‘রোড টু মক্কা প্রজেক্ট’ অবিলম্বে শুরুর নির্দেশ দিয়েছেন।

রোববার (২১ এপ্রিল) দুই সদস্যের সৌদি প্রতিনিধি দল জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএ) সূত্রে জানা গেছে, সৌদি কনসাল জেনারেলও সফররত সৌদি প্রতিনিধি দলের সাথে ছিলেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, করাচি এবং সিন্ধুজুড়ে হজযাত্রীদের যাতায়াত ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ‘রোড টু মক্কা প্রজেক্ট’-এর অধীনে সম্পন্ন করা হবে।

তারা জেদ্দা থেকে সরাসরি তাদের নিজস্ব পরিবহনে যাত্রা করবে এবং মদীনা বিমানবন্দরে অভিবাসনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে না গিয়ে তাদের বাসস্থানে যাবে।

ইতিমধ্যেই ইসলামাবাদ বিমানবন্দরে 'রোড টু মক্কা প্রজেক্ট' সফলভাবে চালু হয়েছে। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সৌদি প্রতিনিধিদলকে ব্রিফ করেন। বিমানবন্দরের লাউঞ্জে যাওয়ার আমন্ত্রণ জানান তিনি। সৌদি প্রতিনিধি দল তার সফরের সময় বিমানবন্দর নিরাপত্তা বাহিনী, এফআইএ এবং কাস্টমসের কর্মকর্তাদের সাথে দেখা করেন। পাশাপাশি অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রযুক্তিগত দলের সাথে বৈঠক করেছেন।

করাচি বিমানবন্দরে তীর্থযাত্রীদের জন্য ইমিগ্রেশন সুবিধা কয়েক দিনের মধ্যে চূড়ান্ত করা হবে। জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে লাউঞ্জ ও হল বরাদ্দ করা হবে।

সেখানে প্রয়োজনীয় ইমিগ্রেশন কর্মীরা এবং অন্যান্য কর্মকর্তারা তাদের কাউন্টারে একটি কম্পিউটার সিস্টেম ইনস্টল করবেন। এইভাবে, জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর পাকিস্তানে দ্বিতীয় হবে যেখানে রোড টু মক্কা প্রকল্প চালু হবে।শেয়ারনিউজ, ২৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে