ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরবে টানা চারদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

২০২৪ এপ্রিল ২১ ২১:৩২:৩৯
সৌদি আরবে টানা চারদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

প্রবাস ডেস্ক : সৌদি আরবে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা চারদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সৌদির আবহাওয়া বিভাগ সাধারণ মানুষকে এই সময়টায় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এই চারদিন সৌদির বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া শিলাবৃষ্টিও হতে পারে।

মক্কা এবং এর আশেপাশের তায়েফ, মায়সান, আদহাম, রানিয়াহ এবং আল মুহ আবহাওয়া সবচেয়ে খারাপ হবে। অন্যদিকে, রিয়াদ, ওয়াদি আল দাওয়াসির সহ মাঝারি বৃষ্টিপাত হবে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর সম্ভাব্য ধূলিঝড়ের বিষয়ে সতর্ক করে বলেছে, দ্রুতগতির বাতাসের কারণে কিছু জায়গায় ধূলিঝড় হতে পারে। এতে আবহাওয়ার অবস্থা আরও খারাপ হবে।

এই সময়টায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া আছে। আবহাওয়া দপ্তর বৃষ্টির সময় উপত্যকা এবং জলাবদ্ধ এলাকা থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে গত সপ্তাহে ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে দুবাইসহ আমিরাতের বিভিন্ন স্থানে বন্যা দেখা দেয়। বৃষ্টির পানিতে সৃষ্ট বন্যা এতটাই ভয়াবহ ছিল যে বহু মানুষ তাদের গাড়ির মধ্যে আটকা পড়েছে। আমিরাতে গাড়ি আটকে কয়েকজনের মৃত্যুও হয়েছে।

এদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চলছে তীব্র তাপপ্রবাহ। এতে এই অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এরপর পাকিস্তান, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে দেখা যায় বিপরীত চিত্র। ভারী বর্ষণে ওইসব এলাকায় বন্যা দেখা দিয়েছে।

শেয়ারনিউজ, ২১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে