ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, দাবি ইরানের

২০২৪ এপ্রিল ১৯ ১১:০৬:৩০
ক্ষেপণাস্ত্র নয় ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল, দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইল এখন পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায়নি। ইরানের মহাকাশ সংস্থা এই দাবি করেছে। তবে ইসরায়েলের বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করা হয়েছে।

ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর সংস্থাটি এই দাবি করেছে।

সোশ্যাল মিডিয়া এক্স-এ শেয়ার করা একটি টুইটে ইরানের স্পেস এজেন্সির মুখপাত্র হোসেইন দালিরিয়ান বলেছেন, "দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে এবং এখনও পর্যন্ত (ইরানে) কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি।

ইরানের বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের ইসফাহান শহরের কাছে শেখারি বিমান ঘাঁটির কাছে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসফাহান শহরের কাছে একটি বিস্ফোরণের খবর পাওয়ার পর ইরান বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

এর আগে মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ইরানে আঘাত হেনেছে। তবে কোথায় আঘাত হেনেছে, সে বিষয়ে কোনো তথ্য দেননি তাঁরা কিংবা ক্ষেপণাস্ত্র ছাড়া অন্য কোনো যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে কি না, তা-ও জানাননি।

ইরানের পক্ষ থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা অস্বীকার করা হয়েছে।

শেয়ারনিউজ, ১৯ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে