ঢাকা, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Sharenews24

৫ গোল করে ভাইরাল মেসির ছেলে

২০২৪ এপ্রিল ১৬ ০৯:৪৬:১৯
৫ গোল করে ভাইরাল মেসির ছেলে

ক্রীড়া প্রতিবেদক : বাপকা বেটা সিপাইকা ঘোড়া—বহুল প্রচলিত এই কথার বাস্তব প্রমাণ দেখা গেল মেসির ছেলের পায়ের জাদুতে।

বার্সেলোনা, পিএসজি শেষে ক্লাব ফুটবলে মেসি এখন খেলছেন ইন্টার মায়ামিতে। মায়ামির অ্যাকাডেমিতে খেলছে মেসির ছেলেরা। যেখানে ক্লাবটির বয়সভিত্তিক দলে খেলে দুর্দান্ত পারফরম্যান্স করেছে আর্জেন্টাইন তারকার মেজ ছেলে মাতেও।

মায়ামির অনূর্ধ্ব-৯ দলের জার্সিতে মাতেও করেছে ৫ গোল। আর্জেন্টাইন তারকা ফুটবলারের ছেলের নজরকাড়া পারফরম্যান্স ভাইরাল সামাজিকমাধ্যমে। কখনো প্রতিপক্ষ দলের ডিফেন্ডারদের কাটিয়ে, কখনোবা ফ্রি কিকে লক্ষ্যভেদ করেছে মাতেও। মাতেওর এমন পারফরম্যান্স দেখে মনে হচ্ছে যেন স্বয়ং মেসিই খেলছেন সেখানে।

মাঠের পারফরম্যান্স তো বটেই, এমনকি উদযাপনেও বাবা মেসির সঙ্গে মিল পাওয়া গেছে মাতেওর। একটা গোলের পর দর্শকদের উদ্দেশ্যে উড়ন্ত চুমু ছুড়েছে মাতেও।

মেজ ছেলের এই উদযাপন (উড়ন্ত চুমু ছোড়া) বলতে গেলে পুরোপুরি মেসির মতোই। আর্জেন্টাইন তারকা ফুটবলারকেও এমন উদযাপন করতে দেখা যায় বারবার।

মেসির ছেলেদের এমন দুর্দান্ত পারফরম্যান্স যে এবারই প্রথম ভাইরাল হয়েছে, ব্যাপারটা এমন নয়।

এ মাসের শুরুতে মেসির বড় ছেলে থিয়াগো দুর্দান্ত এক গোল করে জিতিয়েছিল ইন্টার মায়ামির অনূর্ধ্ব-১২ দলকে। সেই ম্যাচটি ছিল ইস্টার ইন্টারন্যাশনাল কাপ।

শেয়ারনিউজ, ১৬ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে