ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

ইসরায়েলে আবারও ড্রোন হামলা, এবার কাদের?

২০২৪ এপ্রিল ১৫ ১৯:৪১:৫২
ইসরায়েলে আবারও ড্রোন হামলা, এবার কাদের?

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার একদিনের মধ্যেই আরেকটি ড্রোন হামলার শিকার হয়েছে ইসরাইল। এবার একটি মাত্র ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

যাইহোক, ড্রোনটি কোথাও আঘাত করার আগেই ইসরায়েল ডিফেন্স ফোর্স (আইডিএফ) ধ্বংস করে দেয়।

আইডিএফ-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, একটি মনুষ্যবিহীন বিমান ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে।

পূর্বদিক থেকে এই ড্রোন এসেছে বলে জানানো হয়। রোববার দিবাগত রাতে এটি আসার পথে ধ্বংস করা হয়।

আইডিএফ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বলেছে যে এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তবে কারা এ হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি। এমনকি কেউ এই ড্রোন হামলার দাবিও করেনি। আইডিএফও এ বিষয়ে কিছু বলছে না।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালিয়ে একজন কমান্ডারসহ ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের সাত কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল।

এই হামলার জবাবে ইরান রোববার সকালে ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে ৩০০টিরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার মোহাম্মদ বাগারি দাবি করেছেন, ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ‘সফল’ হয়েছে।

যদিও ইসরায়েল দাবি করেছে, ইরানের ছোড়া ৯৯ শতাংশ ক্ষেপণাস্ত্রই ধ্বংস করেছে তারা। ইরান ইন্টারন্যাশনাল ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে