ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
Sharenews24

মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধ, সতর্ক অবস্থানে ওমান-সৌদি

২০২৪ এপ্রিল ১৫ ১১:২০:১৬
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে যুদ্ধ, সতর্ক অবস্থানে ওমান-সৌদি

প্রবাস ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরেকটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শনিবার রাত থেকে তেল আবিবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্য এখন উত্তেজনায় পরিণত হয়েছে।

তবে, ওমান এবং সৌদি, মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশগুলি এই সংঘাতকে ঘিরে সতর্ক অবস্থান নিয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এই অঞ্চলে চলমান সংঘর্ষের কারণে সৃষ্ট সামরিক উত্তেজনার বিষয়ে এক বিবৃতি জারি করেছে।

ইরান-ইসরাইল সংঘর্ষ নিয়ে সৌদি আরবও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইরানের হামলার পর রোববার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতি প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, এই সংঘাত বাড়লে এই অঞ্চলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। আরব দেশটি সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। উভয় দেশ যুদ্ধের ভয়াবহতা এড়াতে এবং অঞ্চলের জনগণকে রক্ষা করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।

ইরান-ইসরায়েল সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপেরও অনুরোধ করা হয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় এই আন্তর্জাতিক সংস্থার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেয় দুই দেশ।

শেয়ারবাজার, ১৫ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে