ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

প্রথমবারের মতো কান উৎসবে সৌদি সিনেমা

২০২৪ এপ্রিল ১৩ ০৬:৩৯:৪৮
প্রথমবারের মতো কান উৎসবে সৌদি সিনেমা

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো কান উৎসবে সৌদি আরব থেকে অফিশিয়াল শাখায় অংশ নিচ্ছে সিনেমা ‘নোরা’। এটি পরিচালনা করেছেন তৌসিফ আলজায়েদি।

সিনেমাটিতে উঠে এসেছে নব্বইয়ের দশকের সৌদি সমাজবাস্তবতার চিত্র। সিনেমাটিতে নব্বইয়ের দশকের রক্ষণশীল এক সমাজের গল্প সিনেমায় উঠে এসেছে, যখন শিল্প ও চিত্রকর্ম নিষেধ ছিল।

সৌদি আরবের সেই সময়কার একটি মেয়ের সংগ্রাম এই সিনেমায় তুলে ধরা হয়েছে। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মারিয়া বাহরাভি।

এই তথ্য প্রকাশ করেন কান উৎসব পরিচালক থিঁয়েরি ফ্রেমো। তিনি শুক্রবার এক সংবাদ সম্মেলনে উৎসবে মনোনয়নের তালিকা প্রকাশ করেন।

তিনি জানান, এই বছর কান উৎসবে দুই হাজারের বেশি সিনেমা জমা পড়ে। আগামী ১৫ থেকে ২৫ মে পর্যন্ত চলবে উৎসব।

শেয়ারনিউজ, ১৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে