ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৭ কোম্পানিতে

২০২৪ এপ্রিল ১০ ২১:০৬:২২
বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ৭ কোম্পানিতে

নিজস্ব প্রতিবেদক : গত এক বছর যাবত দেশের শেয়ারবাজারে ধারাবাহিকভাবে কমছে বিদেশি বিনিয়োগ। বাজারে অব্যাহত মন্দার কারণে বিদেশিরা প্রতি মাসেই কেনার চেয়ে বেশি বিক্রি করছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ডলারের চড়া দামের কারণে বিদেশিরা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন। তবে ডলারের দাম স্থিতিশীল হলে তাঁদের বিনিয়োগ আবারও ফিরে আসবে।

এদিকে, দেশে ডলারের দাম স্থিতিশীলতার দিকে এগোচ্ছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, মার্চের শেষের দিক থেকে ডলারের দাম অনেক স্থিতিশীল অবস্থায় ছিল। এপ্রিল মাসে ডলারের দাম অনেক স্থিতিশীল হয়েছে।

শেয়ারবাজারের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের মার্চ মাসে তালিকাভুক্তসাত কোম্পানিতে বিদেশিদের বিনিয়োগ বেড়েছে। বিপরীতে কমেছে ১৬টিতে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও আমার স্টক সূত্রে এই তথ্য জানা গেছে।

বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া ৭ কোম্পানি হলো-ব্র্যাক ব্যাংক, বিবিএস কেবলস, জেমিনি সী ফুড, সিভিও পেট্রো, হাক্কানি পাল্প, হামি ইন্ডাষ্ট্রিজ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

ব্র্যাক ব্যাংক : গত ২৯ ফেব্রুয়ারি ব্র্যাক ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল ৩০.৮০ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ৩০.৯৬ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.১৬ শতাংশ।

বিবিএস কেবলস : গত ২৯ ফেব্রুয়ারি বিবিএস কেবলসে বিদেশি বিনিয়োগ ছিল ০.৩৭ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ০.৪৭ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.১০ শতাংশ।

জেমিনি সী ফুড : ২৯ ফেব্রুয়ারি জেমিনি সী ফুডে বিদেশি বিনিয়োগ ছিল ০.১৮ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ০.৩৬ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.১৮ শতাংশ।

হাক্কানি পাল্প : ২৯ ফেব্রুয়ারি হাক্কানি পাল্পে বিদেশি বিনিয়োগ ছিল ০.১০ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ০.২৭ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.১৭ শতাংশ।

সিভিও পেট্রো : ২৯ ফেব্রুয়ারি সিভিও পেট্রোতে বিদেশি বিনিয়োগ ছিল ০.৩৮ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ০.৪২ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.০৪ শতাংশ।

হামি ইন্ডাষ্ট্রিজ : ২৯ ফেব্রুয়ারি হামি ইন্ডাষ্ট্রিজে বিদেশি বিনিয়োগ ছিল ১.০১ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ১.১৮ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.১৭ শতাংশ।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক : ২৯ ফেব্রুয়ারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বিদেশি বিনিয়োগ ছিল ০.৫৩ শতাংশ। যা ৩১ মার্চ এসে দাঁড়িয়েছে ০.৫৪ শতাংশে। মার্চ মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.০১ শতাংশ।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে