ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫
Sharenews24

মারা গেছেন নোবেলজয়ী পিটার হিগস

২০২৪ এপ্রিল ১০ ১১:০৪:৫৯
মারা গেছেন নোবেলজয়ী পিটার হিগস

আন্তর্জাতিক ডেস্ক : নোবেলজয়ী ব্রিটিশ বিজ্ঞানী পদার্থবিদ পিটার হিগস (৯৪) মারা গেছেন। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় নিজের বাড়িতে মারা যান তিনি। মঙ্গলবার এডিনবরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক পিটার হিগস প্রায় পাঁচ দশক ধরে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।

বিশ্ববিদ্যালয়ের এক বিবৃতিতে বলেছে, ৮ এপ্রিল নিজ বাড়িতে মারা গেছেন পিটার হিগস। তিনি একজন মহান শিক্ষক ও দূরদর্শী বিজ্ঞানী ছিলেন। হিগস ছিলেন নতুন যুগের উঠতি বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস।

১৯৬৪ সালে হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র অস্তিত্বের কথা বলে বৈজ্ঞানিক মহলে রীতিমতো হইচই ফেলে দেন হিগস। তার প্রায় পাঁচ দশক পরে জেনেভার ‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে’ লার্জ হেড্রোন কলাইডার যন্ত্রের পরীক্ষা ‘ঈশ্বর কণা’র উপস্থিতি প্রমাণিত করে।

২০১৩ সালে এ তত্ত্বের জন্য পদার্থবিদ্যায় বেলজিয়ামের ফ্রাঁসোয়া এংলার্টের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান এ বিজ্ঞানী।

শেয়ারনিউজ, ১০ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে