ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

এবার এমারেল্ড ওয়েলের উল্টো টান

২০২৪ এপ্রিল ০৮ ১৪:৫৯:০১
এবার এমারেল্ড ওয়েলের উল্টো টান

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এমারেল্ড ওয়েলের পরিচালনায় আসা মিনোরি বাংলাদেশ প্রথম দফায় কোম্পানিটির ১০ লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছিল। তারপর কয়েক দিন পর আরও ৩৬ লাখ ৬৬ হাজার ৫০০টি শেয়ার বিক্রি করার ঘোষণা দেয়।

ব্যাংক ঋণ পরিশোধ করে কোম্পানিটির আর্থিক অবস্থা শক্ত করার উদ্দেশ্যেশেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি মিনোরি বাংলাদেশকে আলোচ্য পরিমাণ শেয়ার বিক্রি করার অনুমোদন দিয়েছিল।

দুই দফায় শেয়ার বিক্রির ঘোষণা আসার পর শেয়ারটির দাম ৭৮ টাকা থেকে টানা কমে ৫২ টাকায় নেমে যায়। আজ মিনোরি বাংলাদেশ জানিয়েছে, ঘোষিত সব শেয়ারতাদের বিক্রি সম্পন্ন হয়েছে। এই খবরে আজ শেয়ারটির উল্টো টান দেখা গেছে।

ডিএসইতে আজ এমারেল্ড ওয়েলের শেয়ারই প্রথম সার্কিট ব্রেকারের সর্বোচ্চ ১০ শতাংশ দামে বৃ্দ্ধি পেয়ে হল্টেড হয়ে যায়। যা শেষ পর্যন্ত ক্রেতাশুন্য অবস্থায় হল্টেড ছিল। তবে অ্যাডজাস্টমেন্টের কারণে শেয়ারটির দাম বৃদ্ধিস্থিরহয়েছে ৯.৬২ শতাংশে।

আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৭ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪১ পয়সা।

সর্বশেষ ২০২৩ সালে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর ২০২২ সালে ডিভিডেন্ড দিয়েছিল ২ শতাংশ ক্যাশ। এর আগে ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লোকসানের কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনোডিভিডেন্ড দিতে পারেনি।

শেয়ারনিউজ, ০৮ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে