ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

সৌদি আরব থেকে পর্তুগালে ভিজিট ভিসায় যেতে যা যা লাগবে

২০২৪ এপ্রিল ০৭ ১৫:৪৩:১৩
সৌদি আরব থেকে পর্তুগালে ভিজিট ভিসায় যেতে যা যা লাগবে

প্রবাস ডেস্ক : সৌদি আরবের তিন জায়গায়-- রিয়াদ, জেদ্দা এবং দাম্মাম ভিএফএস গ্লোবালের মাধ্যমে পর্তুগালের স্বল্পমেয়াদী ভিসার আবেদন গ্রহণ করে।

ভিএফএস অনলাইন আবেদন জমা দেওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। এর জন্য ভিএফএস দুই ধরনের চার্জ নেয়, একটি স্ট্যান্ডার্ড এবং অন্যটি প্রিমিয়াম। স্ট্যান্ডার্ড ফি হল ১৬৯ সৌদি রিয়াল বা ৪৫ মার্কিন ডলার। প্রিমিয়াম রেট বেশি।

ভিসা অথবা মাস্টার কার্ড দিয়ে ভিএসএস এর ফি পরিশোধ করে এ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিচের সবগুলো ডকুমেন্টস জমা দিতে হবে।

নিম্নবর্ণিত নথিপত্র জমা দেওয়ার ১৫ দিনের মধ্যে, দূতাবাস আপনার জমা দেওয়া নথিগুলি পরীক্ষা করবে এবং ভিসা প্রদান করবে কি না তা সিদ্ধান্ত নেবে।

১. সেনজেন ভিসা আবেদন ফর্ম২. পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ৩. স্পনসর এর চিঠি (ভ্রমণের খরচ যদি অন্য কেউ বহন করে সেক্ষেত্রে লাগবে। ভ্রমণের খরচ যদি আপনি নিজে বহন করেন তাহলে স্পনসর এর চিঠি লাগবে না)৪. রিটার্ন সহ ফ্লাইট টিকেট ৫. হোটেল বুকিং ৬. ভ্রমণ বীমা ৭. পাসপোর্ট কপি এবং আগের ভিসার কপি৮. চাকরির নিয়োগপত্র ৯. ইনভাইটেশন লেটার১০. জাতীয় পরিচয় পত্র বা ইকামা কপি১১. এক্সিট রিএন্ট্রি নন সৌদির নাগরিকদের জন্য ১২. সৌদিয়ানদের জন্য ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট আর নন সৌদি লোকদের জন্য ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট

উপরের এই ১২টি ডকুমেন্টস থাকলে আপনি সৌদি আরব থেকে ভ্রমণ ভিসা নিয়ে পর্তুগালে ভ্রমণ করতে যেতে পারবেন ।

শেয়ারনিউজ, ০৭ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে