ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
Sharenews24

দেড় লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চান লন্ডনের মেয়র

২০২৪ এপ্রিল ০৪ ০৯:১৮:২০
দেড় লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চান লন্ডনের মেয়র

আন্তর্জাতিক ডেস্ক : বড় পরিসরে কর্মসংস্থান সৃষ্টি করতে চান লন্ডনের মেয়র সাদিক খান। এ লক্ষ্যে তিনি একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। এর অংশ হিসাবে লেবার পার্টির এই নেতা ২০২৮ সালের মধ্যে ১ লাখ ৫০ হাজার উচ্চ-মানের এবং ভাল বেতনের চাকরির সুযোগ তৈরি করতে চান।

বুধবার (০৩ এপ্রিল) শ্যাডো চ্যান্সেলর র‍্যাচেন রিভসের সঙ্গে যৌথভাবে এ পরিকল্পনার কথা জানান লন্ডন মেয়র।

সাদিক খান বলেন, ‌একটি শ্রম প্রশাসন যুক্তরাজ্যের জাতীয় সরকার ও লন্ডনের মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করবে।

লন্ডনের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে কাউন্সিল, ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়নের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এছাড়া লন্ডনের মেয়রের তহবিল থেকে স্বল্প আয়ের তরুণ লন্ডনবাসীর জন্য কাজের সুযোগ তৈরির পাশাপাশি দরিদ্র ব্যক্তিদের চাকরির বাজারে প্রবেশ করাতে বেসরকারি সংস্থাগুলোকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি।

আগামী ২ মে লন্ডনে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আসন্ন নির্বাচনে আবারো প্রার্থী হতে চান কোনো ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাজধানী শহরের প্রথম মুসলিম মেয়র।

নির্বাচন ঘিরে প্রচারণার মাঠে সক্রিয় হয়েছেন তিনি। জোর দিয়েছেন কর্মসংস্থান সৃষ্টির মতো নির্বাচনী প্রতিশ্রুতিতে।

শেয়ারনিউজ, ০৪ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে