ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠিত

২০২৪ এপ্রিল ০৩ ১২:১৭:১৪
ওমানে রেমিট্যান্স অ্যাওয়ার্ড ও সিআইপি সংবর্ধনা অনুষ্ঠিত

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখছে লুলু এক্সচেঞ্জ। সেজন্য প্রতিষ্ঠানটি পুরস্কার ও সিআইপি স্বীকৃতি দেয়া হয়েছে।

ওমানের রাজধানীর মাস্কাটের একটি পাঁচ তারকা হোটেলে কোম্পানিটিকে আনুষ্ঠানিকভাবে এই সংবর্ধনা দেওয়া হয়।

২০২১, ২০২২ ও ২০২৩ সালে ওমান থেকে দেশে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স পাঠিয়েছে। যে কারণে বাংলাদেশ সরকারের কমার্সিয়াল ইম্পরট্যান্ট পারসন বা সিআইপি খেতাবপ্রাপ্ত ৩০ জনকে সংবর্ধনা দেওয়া হয়।

লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান।

এতে প্রধান অতিথি ছিলেন ওমান দূতাবাসের কাউন্সিলর (লেবার উইং) মোহাম্মদ রাফিউল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব আসাদুল হকসহ লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের, সামাজিক সংগঠনের নেতারা ও লুলু এক্সচেঞ্জের কর্মকর্তারা।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহ।

লুলু এক্সচেঞ্জের এমন চমৎকার উদ্যোগের প্রশংসা করে আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন আগত অতিথি, সিআইপি ও প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে