ঢাকা, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
Sharenews24

আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন

২০২৪ এপ্রিল ০৩ ০৯:৩২:০৮
আইপিএলের একাধিক ম্যাচের সূচিতে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সূচিতে পরিবর্তন এসেছে। একদিন এগিয়ে ১৬ এপ্রিলে আনা হয়েছে ইডেন গার্ডেনসে অনুষ্ঠিতব্য কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচ।

অন্যদিকে, ১৬ এপ্রিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুজরাট টাইটান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে।

মূলত স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের রাম-নবমী উৎসবের কারণে ম্যাচের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা পুলিশ। এজন্যই ম্যাচ একদিন এগিয়ে ১৬ এপ্রিল নিয়ে আসা হয়।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলিকে চিঠি দিয়ে কলকাতা পুলিশ জানিয়েছে, যেহেতু ম্যাচটি রাম-নবমীর সঙ্গে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে পুলিশের একটি অংশ নির্বাচনের দায়িত্বে আছে, ফলে ১৭ এপ্রিলের ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা আমাদের পক্ষে সম্ভব হবে না।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সূচির পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এই দুই ম্যাচের জন্য বিক্রিত টিকিটের বিষয়ে কিছুই জানানো হয়নি।

শেয়ারনিউজ, ০৩ এপ্রিল ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে