ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে দৌড়ঝাঁপ করেও চাকরি মিলছে না প্রবাসীদের

২০২৪ এপ্রিল ০২ ২০:৩৭:৪২
ওমানে দৌড়ঝাঁপ করেও চাকরি মিলছে না প্রবাসীদের

প্রবাস ডেস্ক : লাখ লাখ টাকা খরচ করে পরিবারের দায়িত্ব কাঁধে নিতে অনেকেই দেশ ছেড়ে প্রবাসে পাড়ি জমান। স্বপ্ন থাকে আকাশ চুম্বি। মনে মনে আশা রাখেন, একদিন পরিবারের সবার মুখে হাসি ফোটাবো। তবে এমন স্বপ্ন অধরা থেকে যায় অনেক প্রবাসীদের।

সম্প্রতি এমনই বেহাল অবস্থায় দিন পাড় করছেন ওমান প্রবাসীরা। প্রবাসীদের মধ্যে দিন দিন বাড়ছে বেকারত্বের হার। পরিবারকে চালানোর মতো ছোট্ট একটি চাকরি খুঁজে পেতে দিনের পর দিন দৌড়ঝাঁপ করছেন, তবে কোনো ভাবেই মিলছে না চাকরি নামক সোনার হরিণ। তবে ভাগ্যের জোরে দু’একজন চাকরির সন্ধান পেলেও তা দিয়ে নিজে খেয়ে থেকে পরিবার চালানোর মতো কোনো পয়সা আর অবশিষ্ট থাকে না।

অথচ চলতি বছরে ওমানের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আরও ৩৫ হাজার মানুষকে চাকরি দেওয়ার পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা প্রকাশ করে এই তথ্য দেন মন্ত্রী ড. মাহাদ বিন সাইদ।

প্রবাসীরা তাহলে কেন পাচ্ছেন না চাকরি? এর উত্তর দিয়ে খোদ শ্রম মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি শেখ নাসের বিন আমের জানান, ওমানে থাকা প্রবাসীদের ৯০ শতাংশই নিম্ন দক্ষতা সম্পন্ন কর্মী। ফলে সরকার মনে করছে, ওমানের ভিশন বাস্তবায়নের পথে এটি বড় একটি অন্তরায়।

এছাড়া আগামীতে সার্টিফিকেটের উপরে নয় বরং দক্ষতা বিবেচনায় চাকরিতে নিয়োগ দেয়া হবে। তাই শ্রম বাজারে টিকে থাকতে দক্ষতা বৃদ্ধি কোনো বিকল্প নেই।

শ্রম মন্ত্রী জানান, বর্তমানে সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী এবং অস্থায়ী ভিত্তিতে চাকুরীরত আছেন ২৫ হাজার ১৬৭ জন প্রবাসী। আর বেসরকারি খাতে প্রবাসীর কর্মীর সংখ্যা প্রায় ১৯ লাখ।

শ্রম মন্ত্রী আরো জানান, তবে সরকার কর্মক্ষেত্রে ওমানিদের অগ্রাধিকার বা ওমানাইজেশনের দিকে ঝুঁকছে। ফলে অদূর ভবিষ্যতে ওমানে অদক্ষ প্রবাসীদের টিকে থাকা আরও মুশকিল হয়ে পড়বে।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে