ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

বাংলাদেশের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী

২০২৪ এপ্রিল ০২ ১২:৪০:৫৭
বাংলাদেশের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী

প্রবাস ডেস্ক : অস্ট্রেলিয়ার সহকারী প্রতিরক্ষামন্ত্রী ম্যাট থিসেলওয়েট বাংলাদেশের উত্তরোত্তর উন্নয়নের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

এছাড়া সফল জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করার জন্য বাংলাদেশ সরকারকে অভিনন্দনও জানিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়া বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পর্ক আরও বাড়াতে কাজ করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ম্যাট থিসেলওয়েট।

অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার সহকারী প্রতিরক্ষামন্ত্রী থিসেলওয়েট তাঁর বক্তব্যে অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার বিদ্যমান ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরে অস্ট্রেলিয়ার উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন।

এদিকে অনুষ্ঠানের শুরুতে অস্ট্রেলিয়ান আর্মি ব্যান্ড বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে কেক কাটা ও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং উন্নয়ন অভিযাত্রার ওপর নির্মিত প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য এন্ড্রু চার্লটন, বহু সংস্কৃতিবিষয়ক ছায়ামন্ত্রী পিটার কেইনসহ বিভিন্ন কূটনৈতিক ব্যক্তি, বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী, হাইকমিশন কর্মকর্তা ও স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা।

এর আগে ২৬ মার্চ সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর মুক্তিযুদ্ধে শহীদ এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

শেয়ারনিউজ, ০২ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে