ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

স্পেনে প্রথম বাংলাদেশি মসজিদ নির্মাণ

২০২৪ এপ্রিল ০১ ১১:৫৬:০৬
স্পেনে প্রথম বাংলাদেশি মসজিদ নির্মাণ

প্রবাস ডেস্ক : স্পেনের একটি দ্বিপে প্রথম বারের মতো বাংলাদেশি প্রবাসীদের উদ্যোগে মসজিদ নির্মাণ হয়েছে। আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত এ দ্বীপটির নাম বেলারেশ দ্বীপ। দেশটির এ দ্বীপে খুব অল্প সংখ্যক বাংলাদেশি রয়েছেন। তারা এ দ্বীপে পরিবার নিয়ে বসবাস করেন। শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের মধ্য দিয়ে বাংলাদেশি জামে মসজিদটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

জানা গেছে, এ দ্বীপে ইউরোপের অন্য দেশের তুলনায় বাংলাদেশির সংখ্যা খুবই নগণ্য। অল্প সংখ্যক বাংলাদেশি সেখানে থাকলেও তাদের জন্য দ্বীপটিতে কোনো মসজিদ ছিল না।

নবনির্মিত মসজিদে নামাজ আদায়ের আগে বাংলাদেশি কমিউনিটি ও বিভিন্ন দেশের মুসল্লিদের ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন মসজিদের দায়িত্বশীলসহ কমিউনিটি নেতারা। মসজিদে শিশুদের জন্য মক্তবও চালু করা হয়েছে।

এতদিন বিভিন্ন কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করলেও নিজেদের তৈরি মসজিদে নামাজ পড়তে পেরে খুশি প্রবাসীরা। এতে স্বস্তি প্রকাশ করেছেন তারা।

আগামী দিনে এখানে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের ইসলামি শিক্ষা দেওয়ার কথাও জানান উদ্যোক্তারা।

শেয়ারনিউজ, ০১ এপ্রিল ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে