ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

নকল মেঘ তৈরি করছে ওমান!

২০২৪ মার্চ ৩০ ২৩:০১:৪৬
নকল মেঘ তৈরি করছে ওমান!

প্রবাস ডেস্ক : পানির ঘাটতি মেটাতে এবং তাপপ্রবাহ মোকাবেলায় অভিনব উপায় বেছে নিতে যাচ্ছে ওমান।

ক্লাউড সিডিংয়ের মাধ্যমে দেশটি কৃত্রিমভাবে বৃষ্টিপাত করতে চায়।

দেশটির সরকার এই লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে।

যার আওতায় ইতোমধ্যে আল হাজারে ১১টি ও ধোফারে ২টি সহ মোট ১৩টি ক্লাউড সিডিং স্টেশন স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার ওমানের কৃষি, মৎস ও পানিসম্পদ মন্ত্রী ড. সাউদ বিন হামুদ আল হাবসি মজলিশ আস শুরায় এসব তথ্য জানিয়ে প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন।

দেশটির কৃষি, মৎস ও পানিসম্পদ মন্ত্রী জানান, এই প্রকল্পের ফলে বৃষ্টিপাত গড়ে প্রায় ১৫ থেকে ১৮ শতাংশ বেড়েছে। আর ২০১৯ সালের চেয়ে খাদ্যশস্য উৎপাদন বেড়েছে ৬.৪ শতাংশ।

এছাড়া ২০১৯ সালে উৎপাদিত খাদ্যপণ্যের মোট বাজারমূল্য ছিলো ৯৫৮ মিলিয়ন রিয়াল, ২০২২ সালে যা ৯.৬ শতাংশ বেড়ে হয়েছে ১.২৬ বিলিয়ন রিয়াল।

এছাড়া ওমানের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত অন্যান্য প্রকল্পের অবদানও তুলে ধরেন বিন হামুদ।

ওমানের মরুভূমির জন্য বৃষ্টি একটি আশীর্বাদ। দেশের অনেক জায়গায় বৃষ্টি নেই। বিশেষ করে ফসলের মৌসুমে বৃষ্টির অভাবে কাঙ্খিত ফলন পাওয়া যায় না।

সেই বাস্তবতা মেনে ভিশন ২০৪০ এর আলোকে এবার কৃত্রিম উপায়ে আরও বেশি বৃষ্টি ঝরানোর পদক্ষেপ নিলো ওমান সরকার।

যদিও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বহু বিজ্ঞানী এই পদ্ধতিতে বৃষ্টিপাতের চরম বিরোধিতা করে থাকেন।

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে