ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় বৈশাখ উদযাপনের প্রস্তুতি

২০২৪ মার্চ ৩০ ১৬:২৬:০৬
কানাডায় বৈশাখ উদযাপনের প্রস্তুতি

প্রবাস ডেস্ক : কানাডার টরন্টোতে চলছে বৈশাখী উদযাপনের প্রস্তুতি। এই বছর বিভিন্ন সংগঠন একসঙ্গে কাজ করছে।

সংগঠনটির মূল লক্ষ্য বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মধ্যে আমাদের সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখা।

টরন্টোর সংগঠন আর্ট কোয়স্ট ইতিমধ্যে প্রস্তুতিমূলক মুখোশ, ব্যানার ও ফেস্টুন তৈরি শুরু করছে।

শহরের ছোট ছোট কোমলমতি শিশুদের মাঝেও অনুষ্ঠানে বিষয়ে ব্যাপক আগ্রহ উদ্দীপনা দেখা গেছে।

এই বিষয়ে আর্ট কোয়স্ট এর সোনিয়া জাহান বলেন, আমি বাঙালি।আমার আছে বর্ণমালা, আছে সংখ‍্যা বাচক চিহ্ন,আছে দিন গনণার বর্ষপূঞ্জি,ষড় ঋতুর নান্দনিকতার প্রকৃতি।মাঠে ফসলের ঘ্রাণ, প্রাচীন সংস্কৃতি ঐতিহ্য পৃথিবীতে স্থান করে দিয়েছে একটি গর্বিত জাতিতে।আমরা টরন্টোতে বাংলা নববর্ষের আয়োজন করে কানাডার সংস্কৃতির সাথে নিজেদের সংস্কৃতির পরিচয় ঘটাতে চাই।

তিনি বলেন, এই আয়োজন কানাডায় বেড়ে ওঠা বাঙালি সন্তানদের জানতে শেখাবে নিজের পরিচয়। পাশাপাশি কানাডার নাগরিকরা পরিচিত হবে বাঙালি সংস্কৃতির সাথে। এই মঙ্গল শোভাযাত্রায় সব শ্রেণি, বর্ণ, ধর্মের মানুষকে একত্রিত করার উপযুক্ত স্থান হবে বলেই আমরা বিশ্বাস করি।

সবার আন্তরিক অংশ গ্রহণের মাধ‍্যমে আমাদের বর্ষ বরণের প্রস্তুতির কাজ চলছে। বিশেষ করে চারুশিল্পীরা এর প্রাথমিক উৎসবের উপকরণ তৈরি করছে। সকলের অংশগ্রহণ এর মধ‍্য দিয়ে আগামী পহেলা বৈশাখ সফলতা পাবে এই আমাদের প্রত‍্যাশা।

টরন্টোর বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার আয়োজন করতে যাচ্ছে। বাংলা পাড়ার কাছে ডেন্টোনিয়া পার্ক। ইতোমধ্যে এ সংক্রান্ত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

টরন্টোর বাঙালি পাড়ায় নববর্ষের নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। টরন্টোর বাঙালি সম্প্রদায় গানের মাধ্যমে অন্ধকার দূর করার আওয়াজ তুলবে।

শেয়ারনিউজ, ৩০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে