ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভিসা প্রতারণার দায়ে বাংলাদেশিসহ গ্রেফতার ২

২০২৪ মার্চ ২৮ ১৬:৩৩:৫৮
ভিসা প্রতারণার দায়ে বাংলাদেশিসহ গ্রেফতার ২

প্রবাস ডেস্ক : অবৈধ প্রবাসীদের চক্র পরিচালনা ও প্রতারণার মাস্টারমাইন্ড সন্দেহে একজন বাংলাদেশি ও একজন মিয়ানমারের নাগরিককে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (২৭ মার্চ) দেশটির রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ ও পাসপোর্ট আইন ১৯৬৬-এ অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯১ হাজার ৫৫০ মালয়েশিয়ান রিঙ্গিত, ১২ বাংলাদেশি পাসপোর্ট, ইন্দোনেশিয়ার পাসপোর্টের ফটোকপি, বিভিন্ন কোম্পানিতে ভুয়া নিয়োগ, মালয়েশিয়ায় বৈধতার আবেদনের ভুয়া নথি এবং মোবাইল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুশো বলেন, সন্দেহভাজন মিয়ানমারের নাগরিক মদুস অপেরান্দি অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধ করার নামে প্রতারণা করতেন। তিনি এজেন্ট হিসেবে কাজ করতেন। তার মূল টার্গেট ছিল বাংলাদেশি ও ইন্দোনেশিয়ান।

তিনি জানান, এই চক্র বৈধতার জন্য নিবন্ধনের নামে জনপ্রতি ১৫০০-২০০০ রিঙ্গিত নিতো। চক্রটি প্রায় এক বছর ধরে এ প্রতারণা করে যাচ্ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগে রাখা হয়েছে।

গ্রেফতারকৃত মিয়ানমারের নাগরিক জবানবন্দিতে বলেন, মালয়েশিয়াতে তার স্থায়ী বসবাসের অনুমোদন (পিআর) রয়েছে। আর তার সঙ্গী বাংলাদেশির রয়েছে অস্থায়ী কাজের অনুমতিপত্র (পিএলকেস)। তারা দুজনই মালয়েশিয়ার নাগরিকদের বিয়ে করেছেন।

এ বিষয়ে অধিক তদন্তের জন্য তিনজন স্থানীয় নাগরিককে নোটিশ দেওয়া হয়েছে।

শেয়ারনিউজ, ২৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে