ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ভেনিসে বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল

২০২৪ মার্চ ২৮ ০০:০০:৩৫
ভেনিসে বাংলাদেশ প্রেস ক্লাবের ইফতার মাহফিল

প্রবাস ডেস্ক : বাংলাদেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিস বাংলাদেশ প্রেসক্লাব এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।

প্রেসক্লাবের সভাপতি এসকে এমডি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা পলাশ রহমান।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেলের সঞ্চালনায় মঙ্গলবার (২৬ মার্চ) স্থানীয় একটি অভিজাত রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল করা হয়। এতে প্রবাসী সাংবাদিকরা ছাড়াও কমিউনিটির ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃায় পলাশ রহমান বলেন, আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি। অনেক প্রাণ হারিয়েছি। ২৫ মার্চ রাতে আমি গণহত্যার মুখে পড়েছিলাম। আমরা জানি স্বাধীনতার জন্য কত ত্যাগ, কত ত্যাগ। কিন্তু ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, তাদের বিরুদ্ধে ইসরাইলি গণহত্যা আমাদের মর্মাহত করেছে।

তিনি বলেন, রমজান মুসলমানদের জন্য একটি পবিত্র মাস। মুসলমানরা এ মাসটিকে ইবাদতের মাস হিসেবে পালন করে। কিন্তু এই পবিত্র মাসেও রেহাই পাচ্ছে না ফিলিস্তিনের নির্যাতিত মানুষ। ইসরাইল তাদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। এই পর্যন্ত ৩২ হাজারের বেশি সাধারণ মানুষকে তারা হত্যা করেছে। বৃষ্টির মতো বোমা ফেলে ঘরবাড়ি, হাসপাতাল ধ্বংস করেছে।

তিনি আরও বলেন, দেড় শতাধিক ত্রাণ কর্মী এবং সংবাদকর্মীকে হত্যা করেছে। তারা গাজায় ত্রাণ ঢুকতে বাধা দিচ্ছে। ক্ষুধাকে অস্ত্র বানিয়েছে, যা পৃথিবীর জঘন্যতম মানবাধিকার লঙ্ঘনের অন্যতম।

পলাশ রহমান প্রশ্ন তুলে বলেন, আর কত মানুষ মরলে, কত মানবাধিকার লঙ্ঘন হলে বিশ্ববিবেক জাগবে? আর কত শিশু, নারীর রক্ত ঝরলে আরব নেতাদের টনক নড়বে?

শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে