ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

কানাডায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২০২৪ মার্চ ২৭ ১১:১১:১৪
কানাডায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রবাস ডেস্ক : কানাডার টরন্টোতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবসের শুরুতে বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা উত্তোলন করা হয় ও কনস্যুলেট প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, চার শহীদ জাতীয় নেতা, মুক্তিযুদ্ধের সকল শহীদ ও জীবিত বীর মুক্তিযোদ্ধা এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

কনসাল জেনারেল মো. ফারুক হোসেন তার বক্তব্যের শুরুতে বাংলাদেশের স্থপতি, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, স্বাধীনতার জন্য বাংলাদেশ যে মূল্য দিয়েছে তা বিশ্বের ইতিহাসে বিরল। এই অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতার প্রকৃত মূল্য অনুধাবন করে সততার সঙ্গে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যেতে হবে।

শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে