ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

আমিরাতে স্বাধীনতা দিবস উদযাপন

২০২৪ মার্চ ২৭ ০৯:৪৮:১৬
আমিরাতে স্বাধীনতা দিবস উদযাপন

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের দুটি বাংলাদেশ মিশন, রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস এবং বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) দিবসটির তাৎপর্য তুলে ধরে পৃথক আলোচনা সভার আয়োজন করা হয়।

এ সময় দুটি মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কর্মকর্তারা। এছাড়া বাংলাদেশের অগ্রগতির উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এদিন সকালে আবুধাবির বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এরপর চার্জ-দ্য-অ্যাফেয়ার্স মোহাম্মাদ মিজানুর রহমানের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক স্থাপন করেন।

এসময় উপস্থিত বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ নিবেদন করেন। পরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।

অন্যদিকে, দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনসুলেটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

এরপর কনসাল জেনারেল বি এম জামাল হোসেনের নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জনতা ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সকল বেসরকারি সংগঠনের সদস্যবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে কনস্যুলেটের হল রুমে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জনতা ব্যাংক, বাংলাদেশ বিমান, বাংলাদেশ স্কুল, বঙ্গবন্ধু পরিষদ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

শেয়ারনিউজ, ২৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে