ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় ছিনতাই মামলায় বাংলাদেশির ৬ বছর কারাদণ্ড

২০২৪ মার্চ ২৫ ১১:২৯:০০
মালয়েশিয়ায় ছিনতাই মামলায় বাংলাদেশির ৬ বছর কারাদণ্ড

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় চুরি ও ছিনতাইয়ের মামলায় মোহাম্মদ জামাল উদ্দিন (২৬) নামের এক বাংলাদেশি যুবককে ৬ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জোহর রাজ্যের আদালত।

কারদন্ডের পাশাপাশি জামাল উদ্দিনকে দেয়া হয়েছে দুটি বেত্রাঘাতের আদেশ। রোববার (২৪ মার্চ) দেশটির জোহর রাজ্যের মুয়ারের দায়রা আদালতের বিচারক আরওয়ান সুয়াইনবোন এই রায় ঘোষণা করেন।

আদালত সুত্রে জানা গেছে, একটি ফার্নিচার কারখানায় কাজ করতেন আসামি মোহাম্মদ জামাল উদ্দিন। গত ১৫ মার্চ ভোরে জালান দাতো হাজি হাসানের একটি বাড়িতে চুরি ও ছিনতাই করেন তিনি।

জানালা দিয়ে বাড়ির দ্বিতীয় তলায় প্রবেশ করে এক বৃদ্ধা নারীর কাছ থেকে নগদ অর্থ ছিনতাই করেন তিনি। এ সময় ওই নারীর গালে আঘাত এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকিও দেন। চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ১৭ মার্চ জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়। এদিনই তাকে আদালতে তোলা হয়। বিচারক আরওয়ান সুয়াইনবোনের আদালতে অভিযোগ পড়ে শোনান। অভিযোগ স্বীকার করেন জামাল উদ্দিন।

এরপর আদালত আসামিকে ছয় বছরের কারাদণ্ড ও দুটি বেত্রাঘাতের আদেশ দেন।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে