ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

অমানবিক নির্যাতনে নারী প্রবাসীকে হত্যা, ২ দালাল গ্রেপ্তার

২০২৪ মার্চ ২৫ ১০:৪০:৫০
অমানবিক নির্যাতনে নারী প্রবাসীকে হত্যা, ২ দালাল গ্রেপ্তার

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচ্যের দুবাইতে ১৭ বছর বয়সী এক কিশোরীকে চাকরির প্রলোভনে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার ও নির্যাতনে হত্যার ঘটনার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

ফারজানা এবং সোহাগী ওরফে রিয়া নামে ওই দুই নারীকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়।

রোববার র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ আগস্ট প্রবাসী ফারজানা ও তার বোন সোহাগী মিলে ভুক্তভোগীকে যৌনকর্মী হিসেবে দুবাইতে পাচার করে দেয়। সেখানেই ৮ সেপ্টেম্বর মেয়েটির মৃত্যু হয়।

এই নিয়ে ফেসবুক পোস্ট হওয়ার পর মেয়েটির পরিবার জানতে পারে, দুবাইয়ে মেয়ের মৃত্যু হয়েছে। পরে মরদেহ দেশে নিয়ে আসার ব্যবস্থা করা হয়।

এই ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালে মানবপাচার ও হত্যার অভিযোগে একটি নালিশি মামলা করেন।

এতে প্রবাসী ফারজানা, সোহাগীসহ অজ্ঞাতনামা আরও দু-তিনজনকে আসামি করা হয়। এতদিন আত্মগোপনে থাকলেও অবশেষে গ্রেফতার হলেন দুই বোন।

শেয়ারনিউজ, ২৫ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে