ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মসজিদুল হারামে ইতিকাফের সুযোগ পাচ্ছেন দ্বিগুণ মুসল্লি

২০২৪ মার্চ ২৪ ২২:৩২:০৩
মসজিদুল হারামে ইতিকাফের সুযোগ পাচ্ছেন দ্বিগুণ মুসল্লি

প্রবাস ডেস্ক : পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে মুসলমানরা মসজিদে ইতিকাফ পালন করেন। ইতিকাফ হল একজন মুসলমানের নবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ অনুসরণ করে শুধুমাত্র ইবাদত করা এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য মসজিদে অবস্থান করা।

চলতি বছর গত ১১ মার্চ সৌদি আরবে পবিত্র রমজান মাস শুরু হয়। রমজানের শেষ দশকে সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববীতে নিবন্ধন সাপেক্ষে ইতিকাফ করার সুযোগ রয়েছে।

চলতি বছর পবিত্র মসজিদুল হারামে ইতিকাফকারী মুসল্লিদের সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। ফলে মসজিদুল হারামে এই বছর ইতিকাফের সুযোগ পাচ্ছেন দ্বিগুণ মুসল্লি।

গত শনিবার গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, এই রমজান মাসে মক্কার গ্র্যান্ড মসজিদে ইতিকাফ বা একাকী ইবাদত করার অনুমতিপ্রাপ্ত মুসলিম ইবাদতকারীর সংখ্যা দ্বিগুণ বেড়ে ৬ হাজার জনে পৌঁছেছে।

মক্কার গ্র্যান্ড মসজিদের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ইতিকাফ পালনকারীদের জন্য তিনটি তলা বরাদ্দ করেছে।

মসজিদের গাইডেন্স এবং পরামর্শ বিভাগের প্রধান আব্দুলমোহসেন আল গামদি বলেন, গত বছরের তুলনায় ইতিকাফ পালনকারীদের অনুমোদিত সংখ্যা দুই গুণ বেড়ে ৬ হাজারে পৌঁছেছে। তাদের মধ্যে এক হাজার নারী। এই বছর দক্ষ ব্যবস্থাপনা এবং পরিকল্পনার কারণে ইতিকাফ পালনকারীদের সংখ্যা ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মসজিদুল হারামে ইতিকাফের জন্য রেজিস্ট্রেশন শুরু হয়েছে গত ১৭ মার্চ অর্থাৎ, ৭ রমজান থেকে। অথরিটির ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাচ্ছে।

দ্য জেনারেল অথরিটি ফর কেয়ার অব দ্য টু হোলি মস্ক’স জানিয়েছে, মসজিদে ইতিকাফের জন্য নির্ধারিত স্থানগুলো পূরণ না হওয়া পর্যন্ত নিবন্ধন অব্যাহত থাকবে।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে