ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমান থেকে পায়ে হেঁটে মক্কায় গেলেন আব্দুল্লাহ

২০২৪ মার্চ ২৪ ২১:৩৮:৩৪
ওমান থেকে পায়ে হেঁটে মক্কায় গেলেন আব্দুল্লাহ

প্রবাস ডেস্ক : অনেক দিন থেকে ইচ্ছা ছিল পায়ে হেঁটে পবিত্র মক্কায় গিয়ে ওমরাহ পালন করার। সেই ইচ্ছা অনুযায়ী ২ হাজার ৫০০ কিলোমিটার পথ হেঁটে পবিত্র নগরী মক্কায় পৌঁছেছেন ওমানের এক পর্যটক।

ওমান থেকে পায়ে হেঁটে মক্কায় পৌঁছানো ওই ব্যক্তি হলেন আব্দুল্লাহ আল কাথিরি। তবে পায়ে হেঁটে এই পথ পাড়ি দেয়া তার জন্য মোটেও সহজ ছিল না।

তিনি বলেন, ওমানের সালালাহ থেকে তিনি মক্কার উদ্দেশে হাঁটা শুরু করেন। এরপর তিনি ইয়েমেনের পূর্বে অবস্থিত হাদরামাউতে পৌঁছে সীমান্ত পেরিয়ে সৌদি আরবের নাজরান প্রদেশে আসেন। এখান থেকে পরবর্তীতে হেঁটে পবিত্র নগরী মক্কায় যান।

আব্দুল্লাহ সৌদি টেলিভিশন আল এখবারিয়াকে বলেন, এটি তাদের পূর্ব পুরুষদের ঐতিহ্য। তিনি সেই ঐতিহ্য অব্যাহত রাখার চেষ্টা করেছেন।

এছাড়া যুব সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার জন্য তিনি এমন কাজ করেছেন। তবে কাউকে তিনি পায়ে হেঁটে ওমরাহ পালন করার জন্য উদ্বুদ্ধ করছেন না।

তিনি বলেন, কেউ যদি চেষ্টা করেন, তাহলে সবই সম্ভব। তবে এই পথ পাড়ি দিতে তাকে সৌদি আরব, ওমান, ইয়েমেন এবং আরব আমিরাতের মরুভূমিতে হাঁটতে হয়েছে।

আব্দুল্লাহ বলেন, তিনি ক্লান্ত হয়ে পড়লেও মরুভূমিতে কঠিন আবহাওয়ার সম্মুখীন হননি। ইয়েমেনে পৌঁছানোর পরই তাকে নিরাপত্তা প্রদান এবং খাবার সরবরাহ করা হয়।

বহু বাধা অতিক্রম করে তিনি যখন মক্কায় পৌঁছান তখন তার অন্তর প্রশান্তিতে ভরে যায়। তিনি তার দুঃখ-কষ্টগুলো নিমিষেই ভুলে গেছেন।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে