ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ওমানে নারীকাণ্ডে ফেঁসে গেল প্রবাসীচক্র

২০২৪ মার্চ ২৪ ১৫:৪৭:৩৮
ওমানে নারীকাণ্ডে ফেঁসে গেল প্রবাসীচক্র

প্রবাস ডেস্ক : মধ্যপ্রাচের তেল সমৃদ্ধ দেশ ওমানে মানব পাচারের অভিযোগে ৩ বাংলাদেশি আদম ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দেশটির ইব্রির আপিল কোর্ট এই ঘটনায় আরও এক ওমানি এবং পাকিস্তানিকে একই পরিমাণ দণ্ডে দণ্ডিত করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকে ১০ হাজার ওমানি রিয়াল জরিমানা করা হয়েছে।

দণ্ড পাওয়া বাংলাদেশি প্রবাসীরা হলেন- দেলোয়ার বেপারি, মোহাম্মদ আশিকুর এবং আব্দুল খালেক।

অপর দুই ব্যক্তি হলেন ওমানের নাগরিক মোহাম্মদ বিন সাইদ বিন ইউসুফ ও পাকিস্তানের সাহ জেব সাদিক।

বাংলাদেশি এই তিন নাগরিক সাজাভোগের পর কখনোই ওমানে প্রবেশ করতে পারবেন না।

অভিযুক্ত সকলে একাধিক মানবপাচারের সাথে জড়িত ছিল এমনকি এক নারীকে যৌন কাজের জন্য ২০০ রিয়ালে বেচাকেনার করে আসছিল।

অভিযুক্ত এই ৫ জনের মধ্যে ৪ জনই ওই নারীকে যৌন হেনস্তা করেছেন। এমনকি ওই নারীর আপত্তিকর ছবি উঠিয়ে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেন অভিযুক্তরা। দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক অনুসন্ধানের পর এসকল তথ্যের প্রমাণাদি উদ্ধার করতে সক্ষম হয়। এরপরই তাদের বিরুদ্ধে রায় দেওয়ার ঘোষণা করলো আদালত।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে