ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আলোচনা

২০২৪ মার্চ ২৪ ১৫:২০:৩৪
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবসের আলোচনা

প্রবাস ডেস্ক : ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না, আমরাও বিশ্ব দরবারে নিজেদের বাঙালি হিসেবে পরিচয় দিতে পারতাম না। বঙ্গবন্ধু বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতা বিরোধী অপশক্তি অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব দেশবিরোধী অপপ্রচারের বিরুদ্ধে আমাদের সবাইকে আবারও ৭১’ এর ন্যায় ঐক্যবদ্ধ হতে হবে।

পাশাপাশি একাত্তরে প্রবাসীদের অবদান গুরুত্বের সঙ্গে প্রতিবেদনে তুলে ধরার জন্য গুরুত্বারোপ করেন।

শনিবার (২৩ মার্চ) লন্ডনের স্থানীয় সময় বিকেলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিলে পূর্ব লন্ডনের ক্যাভেল স্ট্রিটের একটি রেস্টুরেন্টে আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি, জগন্নাথপুর টাইমসের সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান।

সংগঠনের সেক্রেটারি ডিবিসি নিউজের লন্ডন প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদের সঞ্চালনায় বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ব্রিটেনে বাংলা মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক গবেষক মতিয়ার চৌধুরী।

শেয়ারনিউজ, ২৪ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে