ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সিডনিতে অস্ট্রেলিয়া–বাংলাদেশ ওয়মেন্স চেম্বার অব কমার্সের ইফতার

২০২৪ মার্চ ২৩ ২০:৩৩:০৪
সিডনিতে অস্ট্রেলিয়া–বাংলাদেশ ওয়মেন্স চেম্বার অব কমার্সের ইফতার

প্রবাস ডেস্ক : সিডনিতে মিন্টুস্থ নাওয়াব রেস্টুরেন্টে অস্ট্রেলিয়া–বাংলাদেশ ওয়মেন্স চেম্বার অব কমার্সের আয়োজনে ইফতার পার্টি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২২ মার্চ) এ ইফতার পার্টির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি নাজিয়া মাহমুদ ও সাধারণ সম্পাদক লাজমি মাসুম সদস্য ও অতিথিদের অভ্যর্থনা জানান।

তাঁরা বলেন, ‘নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের পাশাপাশি তাঁদের সম্ভাবনাকে উন্মোচিত করে স্থানীয় ব্যবসায়ী সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে অবদান রাখতে আমরা কাজ করছি।’

ইফতার ও মাগরিবের নামাজের পর প্রধান অতিথি ক্যানটারবুরি ব্যাঙ্কসটাউনের কাউন্সিলর ও সংগঠনের উপদেষ্টা সাজেদা আক্তার সানজিদা স্বাগত বক্তব্য রাখেন।

তিনি অস্ট্রেলিয়া–বাংলাদেশ ওয়মেন্স চেম্বার অব কমার্সের পথ চলাকে স্বাগত জানিয়ে তাঁদের সার্বিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যানটারবুরি ব্যাঙ্কসটাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মেদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, অস্ট্রেলিয়া–বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সহ–সাধারণ সম্পাদক লিটন বাউল, বিডি হাব সিডনির পরিচালক শফিক শেখ ও মোহাম্মদ রহমান টিপু।

মোহাম্মেদ জামান টিটু বলেন, ‘নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য নিবেদিত অস্ট্রেলিয়া বাংলাদেশ ওয়মেন্স চেম্বার অব কমার্স অস্ট্রেলিয়ায় অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত। পাশাপাশি তাঁরা নারীদের নেটওয়ার্ক, সহযোগিতা ও ব্যবসার উন্নতির জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।’

আব্দুল খান রতন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির মাধ্যমে চেম্বারটি প্রবাসে প্রশিক্ষণ, পরামর্শদান ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ দিয়ে নারীদের তাঁদের উদ্যোক্তা প্রচেষ্টায় সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান দিয়ে সজ্জিত করবে।’

লিটন বাউল আশা প্রকাশ করে বলেন, ‘সংগঠনটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে ব্যবসায়িক সংযোগ, অংশীদারিত্ব সহজতর করা পাশাপাশি প্রদর্শনী, নেটওয়ার্কিং ইভেন্টের আয়োজন করে চেম্বারটি নারী উদ্যোক্তাদের তাঁদের পণ্য ও পরিষেবাগুলো প্রদর্শন করা, তাঁদের গ্রাহক ভিত্তি প্রসারিত করাসহ নতুন বাজার অন্বেষণ করতে সক্ষম হবে।’

সংগঠনের সদস্য ও ব্যবসায়ীদের মধ্যে ইফতার পার্টিতে অংশ নেন– হেমা জোওারদার, শশী আহমেদ, পলি আলম, নাহিদা আলি, প্রত্যাশা ইকবাল, আম্বারি রহিম, নওশিন করিম, ফারজানা রহমান সৃষ্টি, শাফরিন ইসলাম প্রমুখ।

শেয়ারনিউজ, ২৩ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে