ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

ফ্রান্সে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

২০২৪ মার্চ ২২ ২৩:০৯:৩৫
ফ্রান্সে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

প্রবাস ডেস্ক : ফ্রান্সে মাদারীপুর জেলা অ্যাসোসিয়েশনের ৬১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

হাবিবুর রহমান হাবিবকে সভাপতি, এমামুল সরদারকে সাধারণ সম্পাদক এবং আবুল কালাম আজাদকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটি ঘোষণা উপলক্ষ্যে সোমবার (১৮ মার্চ) এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

কমিটির উপদেষ্টা নাসির উদ্দীন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান টিপু।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা মোশাররফ তালুকদার, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েছ, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম।

বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতাসহ ফ্রান্সে বসবাসরত মাদারীপুর জেলার বিপুল সংখ্যক প্রবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সবশেষে ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

কমিটি সদস্যরা হলেন– সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি বাচ্চু মাতুব্বর, শাজাহান হাওলাদার, মনির মৃধা, আজিজুল মেম্বার, আরিফ ফরাজী, কাওসার হাওলাদার, সোহরাব আকন, আসিফ জায়েদি, খন্দকার হাসান মাহামুদ। শেয়ারনিউজ, ২২ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে