ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

কাতারে কুমিল্লা সমিতির ইফতার মাহফিল

২০২৪ মার্চ ২১ ২১:৫২:৫৩
কাতারে কুমিল্লা সমিতির ইফতার মাহফিল

প্রবাস ডেস্ক: কাতারে কুমিল্লা সমিতি সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।

দেশটির রাজধানী দোহার ফিরোজ আবদুল আজিজ এলাকায় ১৫ মার্চ (শুক্রবার ) ঘরোয়া রেস্টুরেন্টের হলরুমে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

কাতারস্থ কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক আরিফ মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে ও সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কাজী শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

কাতারস্থ কুমিল্লাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ ছিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম খায়ের উদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সফিকুল ইসলাম তালুকদার বাবু, জালাল হাছান, আয়ুব আলী, বায়েজিদ হোসেন শামীম, নোমান ইউসুফ, বাছির খানসহ অনেকে।

এই সময় কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া অনুষ্ঠানে আগত বিভিন্ন জেলা সমিতির নেতৃবৃন্দকে শুভেচ্ছা স্বরূপ কুমিল্লা সমিতির লোগো খচিত মগ উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইসলামি আলোচনা ও দোয়া পরিচালনা করেন মুফতি ফজলুর রহমান ত্বোহা।

শেয়ারনিউজ, ২১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে