ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সৌদি আররে রেড এলার্ট জারি

২০২৪ মার্চ ২১ ১৬:১০:২০
সৌদি আররে রেড এলার্ট জারি

নিজস্ব প্রতিবেদক : মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশ সৌদি আরব। বৃষ্টিপাত খুব একটা দেখা যায় না। কিন্তু এবার ভারী বৃষ্টিতে নাজেহাল হয়ে পড়েছে দেশিটি।

বৃষ্টির কারণে সৌদি আরবের বেশ কয়েকটি এলাকা বিশেষত তাবুকের উত্তরাঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ ছাড়া আকস্মিক বন্যা নিয়েও বিশেষ সতর্কবার্তা দেয়া হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দাসহ বেশ কয়েকটি শহরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। এর ফলে রিয়াদ, কাসিম, হাফর আল বাতিনসহ বেশ কয়েকটি এলাকায় স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র-এনসিএমের সতর্কবার্তায় মক্কা, মদিনা, তাবুকসহ উত্তর ও উপকূলীয় অঞ্চলে তীব্র বাতাসের সঙ্গে বালুঝড় ও শিলাবৃষ্টি এবং ভারি বজ্রঝড়ের কথা ফলাও করে প্রচার করা হয়।

এই সময়ে স্থানীয়দের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে। যদিও বুধবারের পর বৃষ্টিপাতের তীব্রতা কমে যাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

শেয়ারনিউজ, ২১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে