ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েত প্রবাসীদের জন্য বড় সুখবর

২০২৪ মার্চ ২১ ০৯:৪০:১৩
কুয়েত প্রবাসীদের জন্য বড় সুখবর

প্রবাস ডেস্ক : এনআইডি নাগরিক জীবনে অত্যন্ত গুরুত্ব বহন করে। কুয়েত প্রবাসীদের বহু দিনের আকাঙ্ক্ষা প্রহর এবার পোহাবে। দীর্ঘদিন যাবৎ কুয়েতে প্রবাসীরা এনআইডি পাওয়ার প্রত্যাশা করছিলেন। সেই বহুল কাঙ্ক্ষিত সেবাটি দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশিরাও খুব শিগগিরই পেতে যাচ্ছেন।

সম্প্রতি প্রবাসী সংবাদকর্মীরা কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এক কথা জানান।

রাষ্ট্রদূত বলেন, ২০২১ সালের নভেম্বর মাসে কুয়েত দূতাবাস জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভিস চালু সংক্রান্ত একটি সার্কুলার দিয়েছিল। এর ফলে প্রবাসীদের জন্য খুব শিগগিরই এ সার্ভিস চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি বলেন, চলতি মার্চের ২০ তারিখ বাংলাদেশ থেকে টেকনিক্যাল সাপোর্ট টিম এবং ২৪ থেকে ২৯ মার্চের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশন টিম আসার কথা রয়েছে। এরপরই চূড়ান্তভাবে এনআইডি সার্ভিস চালু করা যাবে।

মোহাম্মদ আশিকুজ্জামান বলেন, এরই মধ্যে কুয়েত দূতাবাস এনআইডি সার্ভিস চালুর প্রয়োজনীয় কিছু কাজও সম্পন্ন করেছে। বাংলাদেশি নাগরিক হিসেবে তাদের জন্য এটি একটি বড় পাওয়া।

এনআইডি নিবন্ধন সেবা চালুর আগে কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, সেটি পরে জানিয়ে দেওয়া বলে জানান তিনি।

শেয়ারনিউজ, ২১ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে