ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

সিডনিতে বাংলাদেশিদের চাঁদ রাত মেলা

২০২৪ মার্চ ২০ ২২:২৮:৩০
সিডনিতে বাংলাদেশিদের চাঁদ রাত মেলা

প্রবাস ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রবাসী বাংলাদেশি সংগঠন বিডি হাব সিডনি আগামী ৭ এপ্রিল রোববার মিন্টোর ৩৭-৪১ লিংকন স্ট্রিটে বৃহৎ চাঁদ রাত মেলার আয়োজন করেছে।

চাঁদ রাত মেলাকে ঘিরে সিডনি প্রবাসী বাংলদেশিদের মধ্যে বিপুল উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তারা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন।

বারের মেলায় টাইটেল স্পনসর করেছে ‘Beyond the Fun’ এবং পাওয়ারর্ড বাই স্পনসর করেছে ‘Genofax’।

মিন্টু স্টেশনের কাছে মেলা প্রাঙ্গণে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা ও আশপাশের রাস্তাতেও পার্কিংয়ের সুযোগ থাকছে।

চাঁদ রাত মেলা আয়োজক কমিটির পক্ষে যুগ্ম সম্পাদক মোহাম্মদ লুৎফুর রহমান টিপু ও ট্রেজারার মো. সাখাওয়াত হোসেন জানান, এই মেলায় থাকছে ১০০টিরও বেশি বাহারি পোশাক, রকমারি গহনা, মেহেদী ও সুস্বাদু খাবারের স্টল। বাচ্চাদের জন্য থাকছে ফেস পেইন্টিং সহ বিনোদনের হরেক ব্যবস্থা।

সহ-সভাপতি শফিক শেখ জানান, মেলায় কোনো প্রবেশ মূল্য থাকছে না। পাশাপাশি থাকবে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।

সহ-সভাপতি নিরব জানান, এই চাঁদ রাত মেলা চলবে দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। আয়োজক কমিটির পক্ষে সাধারণ সম্পাদক সৈযদ মিঠু ও যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আজাদ স্ব পরিবারে ও স্ব বান্ধবে এই বৃহৎ চাঁদ রাত মেলা উপভোগ করার পাশাপাশি প্রিয়জনদের জন্য পছন্দের ঈদ উপহার কেনার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, বিডি কমিউনিটি হাব সিডনির একমাত্র বাংলাদেশি সংগঠন, যারা বিগত তিন বছর ধরে চাঁদ রাত মেলার আয়োজন করে আসছে।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে