ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

জার্মানিতে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার

২০২৪ মার্চ ২০ ২২:২৩:২৮
জার্মানিতে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশনের ইফতার

প্রবাস ডেস্ক : জার্মানির ফ্রাঙ্কফুর্ট শহরের মাবিন মসজিদে বৃহত্তর নোয়াখালী অ্যাসোসিয়েশন জার্মানির আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতার মাহফিলে ফ্রাঙ্কফুর্ট এবং আশপাশে বসবাসকারী বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

রোববার (১৭ মার্চ) অনুষ্ঠিত ইফতার আয়োজেনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহ আলম। সহ-সভাপতি সাজ্জাদুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু তাহের, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রেজা সিজার, সহ-সাধারণ সম্পাদক জামশেদ আলম রানা, জিয়াদ ইকবালসহ অনেক।

ইফতার অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। আলোচনা করেন সংগঠনের উপদেষ্টা মাওলানা আবু বকর সিদ্দিক, শহীদ উল্লাহ এবং যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ।

এছাড়াও ইফতার মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন সহ-সভাপতি বেলাল হোসেন, তসলিম ইসলাম, ফারুক রহমান, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ হাসান ভুঁইয়া, আদনান রিফাত, আব্দুর রহিম কাউসারসহ সংগঠনের সদস্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমজান সকল মাসের সেরা মাস। এই মাসে ইবাদাত বন্দিগীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে অতীতের সকল গোনাহ থেকে পরিত্রান পাওয়া যায়।

তারা বলেন, এই মাসে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বেশি বেশি ইবাদাত করতে হবে। ইফতার পূর্বে বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে