ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

লন্ডনে সেরা নারি স্বেচ্ছাসেবক হলেন রুমানা রাখি

২০২৪ মার্চ ২০ ২২:১৬:৪৮
লন্ডনে সেরা নারি স্বেচ্ছাসেবক হলেন রুমানা রাখি

প্রবাস ডেস্ক : যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উইমেন্স কমিশনের ২০২৪ সালের সেরা নারী স্বেচ্ছাসেবক হয়েছেন ইস্টহ্যান্ডস চ্যারিটির সিনিয়র ভলান্টিয়ার কোর্ডিনেটর রুমানা রাখি।

বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আনসাং হিরো, ফিমেইল কেয়ারার অব দ্য ইয়ার, ফিমেইল ভলান্টিয়ার অব দ্য ইয়ার, ফিমেইল বিজনেস লিডার অব দ্য ইয়ার ও উইম্যান গ্রুপ অব দ্য ইয়ার ক্যাটাগরিতে লন্ডনে ৫ জন নারীকে সম্মাননা দেওয়া হয়।

রুমানা আফরোজ রাখি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স সম্পন্ন করেন। এপর ২০১২ সালে বাংলাদেশে সাংবাদিকতা শুরু করেন।

২০১৮ সাল থেকে তিনি ব্রিটেনে সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন ব্রিটিশ দাতব্য সংস্থার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসাবে যুক্ত আছেন।

ইস্টহ্যান্ডস চ্যারিটির হয়ে স্থানীয় বাসিন্দাদের গার্ডেনিংয়ে উদ্বুদ্ধ করা, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্বন রিডাকশন প্রজেক্ট, এনএইচএস নর্থ ইংল্যান্ডের সোশ্যাল প্রেসক্রিপশন, গৃহহীন মানুষদের খাবার ও গরম কাপড় বিতরণ ইত্যাদি কার্যক্রমের সঙ্গে স্বেচ্ছাসেবী হিসাবে যুক্ত আছেন।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে