ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

ভাগ্যের পরিবর্তন নেই ৮ ডজন কোম্পানির

২০২৪ মার্চ ২০ ১৭:২০:২৮
ভাগ্যের পরিবর্তন নেই ৮ ডজন কোম্পানির

নিজস্ব প্রতিবেদক : গত এক মাসের বেশি সময় যাবত শেয়ারবাজারে পতনের ভূত চেপে বসেছিল। এই সময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক গায়েব হয়ে গেছে ৬৩৩ পয়েন্ট। এমন নজিরবিহীন পতনের পর আজ বুধবার অবশেষে শেয়ারবাজারে উত্থানের বলিরেখার দেখা মিলেছে। আজ ডিএসইর সূচক বেড়েছে সাড়ে ৫৮ পয়েন্ট।

আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩০৫টি কোম্পানির দাম ইতিবাচাক প্রবণতায় থাকলেও ৮ ডজন কোম্পানি বা ৯৬টি কোম্পানির গতি ফেরেনি। এরমধ্যে ৫২টি কোম্পানির শেয়ারের দাম আজও কমেছে। আর ৪৪টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, শেয়ারাবাজারে গত এক মাসের বেশি পতনের তান্ডবে বেশির ভাগ কোম্পানির শেয়ার দামেই বড় পতন হয়েছে। এরমধ্যে অন্তত এক-তৃতীয়াংশ কোম্পানির শেয়ারের দাম ১৫ শতাংশ থেকে ৩০ শতাংশ কমে গেছে। এতোদনি পর শেয়ারবাজারে চাঙ্গাভাব দেখা গেলেও ৫২টি কোম্পানির দাম আজও পতনে ছিল। কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের লোকসানের পাল্লা আজও ভারি হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে ভালো ডিভিডেন্ড দেওয়া কোম্পানিও রয়েছে। যেগুলো হলো-রেনেটা, গ্রামীণফোন, বৃটিশ অ্যামেরিকান ট্যোবাকো, লিন্ডে বিডি, বার্জার পেইন্টস, হাইডেলবার্গ সিমেন্ট, রেকিট বেনকিজার, যমুনা অয়েল, এনভয় টেক্সটাইল, অ্যাম্বি ফার্মা ইত্যাদি।

শেয়ারবাজারে বড় উত্থান প্রবণতার মধ্যেও মৌলভিত্তির এসব শেয়ারের দাম না বাড়াতের কোম্পানিগুলোর বিনিয়োগকারীদের স্বস্তি নেই। তাদের কস্টের বোঝা আরও বেড়েছে।

শেয়ারনিউজ, ২০ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে