ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

ইউএসএ- ৮৮ বন্ধুদের আয়োজনে ‘ফাগুন আড্ডা’

২০২৪ মার্চ ১৯ ২১:৫৮:০৩
ইউএসএ- ৮৮ বন্ধুদের আয়োজনে ‘ফাগুন আড্ডা’

প্রবাস ডেস্ক : আনন্দঘন পরিবেশে ২ মার্চ উদযাপিত হলো ইউএসএ ৮৮ এর বন্ধুদের আয়োজনে ‘ফাগুন আড্ডা’। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতপরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

এই প্রজন্মের শিশু কিশোররা তাদের সংঙ্গীত ও নৃত্য পরিবেশন করে এক দৃষ্টান্ত করে যে তারা তাদের শেকড়ের কালচার ধরে রেখেছে।

মঞ্চটি সাজিয়েছেন লেমন ভাবী ও আরিফ সামস, লিপু, রতন ও অন্যান্য বন্ধুরা। গোটা অনুষ্ঠানটি পরিচালনা করে সাকির, শাফী, লিপু, নাসিমা ও আরও অনেকে।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দুই খ্যাতনামা শিল্পী সম্পূর্ণ অনুষ্ঠানটিকে প্রানবন্ত করে রাখে। সদানন্দ হালদার ও তার কন্যা চমৎতকার গান পরিবেশন করেন। বিশ্বজিতও কম কিসে, তার গানের ভূবনে।

বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়নে জাকির, আজম, তুহিন, ফারা, সাবিনা, মুনা, রিপন, স্বপন ও শুভ জড়িত থেকে সব কিছুকে তরান্বিত করে।

মুক্তা, বন্ধু সাইদ দম্পতি, লিমা, সোহেল ভাবী সবার নাচে এক আনন্দের বন্যা বইতে থাকা। কীভাবে যে আটটি ঘণ্টা অতিবাহিত হয়ে যায়, তা বুঝাই যায় না।

এরপর চলে আসে বিদায়ের পালা। আগামী পিকনিক ও বৈশাখ আড্ডার বার্তার মাঝে সমাপ্ত হয় ফাগুন আড্ডা।

শেয়ারবাজার, ১৯ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে