ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

ইউএনও’র বক্তব্যে বঙ্গবন্ধুর জন্মসাল ভুল!

২০২৪ মার্চ ১৮ ১৯:১৮:১৮
ইউএনও’র বক্তব্যে বঙ্গবন্ধুর জন্মসাল ভুল!

নিজস্ব প্রতিবেদক : গতকাল সারাদেশ ব্যাপী পালন করা হয়েছে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। সেখানে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বঙ্গবন্ধুর নাম জন্মসাল ভুল করেছেন মাদারগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত। বঙ্গবন্ধু ১৯২০ সালে জন্মগ্রহণ করলেও ইউএনও তার বক্তব্যে ১৯৯০ উল্লেখ করেন। এ নিয়ে এলাকাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।

রোববার (১৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন আয়োজিত খরকা হল রুমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে তিনি এ ভুল করেন।

ইউএনও বলেন, জাতির পিতা আজীবন থাকবেন আমাদের মাঝে। তিনি ১৯৯০ সালে জন্ম নিলেও আমাদের মাঝে, প্রতিটি স্বাধীনতাকামী, মুক্তিকামী মানবতাকামী মানুষের মাঝে বেঁচে থাকবেন। প্রত্যেক বাঙালি ওনার আদর্শকে ধারণ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই হোক আমাদের আগামীর অঙ্গীকার।

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, আমার বক্তব্যে জাতির পিতার জন্মসালটি ভুল উচ্চারণ হয়েছে। এটা আমার স্লিপ অব টাং। বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক।

শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে