ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

পদ্মা ব্যাংক অধিগ্রহণের তথ্য প্রকাশ করল এক্সিম ব্যাংক

২০২৪ মার্চ ১৮ ০৯:৩৯:৫০
পদ্মা ব্যাংক অধিগ্রহণের তথ্য প্রকাশ করল এক্সিম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান এক্সিম ব্যাংকের সাথে দুর্দশাগ্রস্ত পদ্মা ব্যাংক একীভূত করতে পরিচালক পর্ষদের নেওয়া সিদ্ধান্তের বিষয়ে মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করেছে। কোম্পানি সচিব মনিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পরিচালক পর্ষদের সিদ্ধান্ত বিনিয়োগকারীদের অবহিত করতে পিএসই প্রকাশ করা হয়েছে পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে।

গত ১৪ মার্চ এক্সিম ব্যাংকের পরিচালক পর্ষদের ১৮৭তম সভার সিদ্ধান্ত বিজ্ঞাপন আকারে এসেছে গণমাধ্যমে।

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোনো কোম্পানির ব্যবসায় পরিবর্তন, সংযোজন বা এমন কোনো সিদ্ধান্ত যা আর্থিক প্রতিবেদনে প্রভাব পড়তে পারে ও শেয়ারদরকে প্রভাবিত করতে পারে, এমন কোনো তথ্য বিনিয়োগকারীদেরকে জানানোর বাধ্যবাধকতা আছে। একেই মূল্য সংবেদনশীল তথ্য বা পিএসআই বলে।

সিদ্ধান্ত নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ‘মূল্য সংবেদনশীল তথ্য’ বিনিয়োগকারী ও স্টক এক্সচেঞ্জকে জানানোর বাধ্যবাধকতা রয়েছে। এজন্য পত্রিকার পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন আকারে ছাপাতে হবে।

লেনদেন শুরু হওয়ার পূর্বে পরবর্তী কর্মদিবসে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বিনিয়োগকারীদেরও তা জানানোর বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ারবাজারে পদ্মা ব্যাংক না থাকলেও এক্সিম ব্যাংক ২০০৪ সালে তালিকাভুক্ত হয়েছে। সে হিসেবে দুই ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া বিনিয়োগকারীদেরকে জানানোর বাধ্যবাধকতা আছে।

আজ সোমবার (১৮ মার্চ) ডিএসই এবং সিএসই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে এই তথ্য প্রকাশ হবে।

লোকসানি পদ্মা ব্যাংককে অধিগ্রহণ করলে তার আমানত ও ঋণের দায়, পুঞ্জিভূত লোকসান-সব কিছুই মুনাফায় থাকা এক্সিম ব্যাংকের ওপর পড়বে। এতে করে কোম্পানির ভবিষ্যতের আয়কে প্রভাবিত করতে পারে।

এবিষয়ে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেছেন, “এক্সিম ব্যাংকের পরিচালক পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে পদ্মা ব্যাংকে একীভূত করার। আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন পদ্মা ব্যাংকের সঙ্গে সমঝোতা করতে চুক্তি করব সোমবার।”

জানা গেছে, গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকে এই চুক্তি করা হবে। চুক্তির পর একীভূত করার প্রক্রিয়া নির্ধারণ করা হবে।

শেয়ারনিউজ, ১৮ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে