ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪
Sharenews24

কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে সিএসই-বাজুস

২০২৪ মার্চ ১৭ ১৬:৩৬:১৭
কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে সিএসই-বাজুস

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এবং বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি এ সভার আয়োজন করে। সভায় সিএসইর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বসুন্ধরার কার্যালয়ে সভায় সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উক্ত সভায় বাজুসের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি মো. রিপনুল হাসান, সহসভাপতি মাসুদুর রহমান, সহসম্পাদক উত্তম ঘোষ এবং কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা।

সভায় সিএসইর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিএসইর এমডি এম সাইফুর রহমান এবং ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে সভায় আরো যুক্ত ছিলেন সিএসইর কমোডিটিবিষয়ক কনসালট্যান্ট পার্টনার মাল্টিকমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স), ইন্ডিয়ার হেড অব রিসার্চ দেবজ্যোতি দে এবং চিফ বিজনেস অফিসার রিশি মাথানি।

শেয়ারনিউজ, ১৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে