ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
Sharenews24

মালয়েশিয়ায় প্রবাসীদের স্বপ্ন পূরণ

২০২৪ মার্চ ১৭ ১২:১৭:৫৭
মালয়েশিয়ায় প্রবাসীদের স্বপ্ন পূরণ

প্রবাস ডেস্ক : মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান দেশটির সেলাঙ্গর রাজ্যে বসবাসরত প্রবাসীদের পাসপোর্ট দেওয়ার মাধ্যমে তাদের দাবি পূরণ করেছেন।

এর আগে, ২৭ ফেব্রুয়ারি প্রবাস স্কিম ও বৈধপথে রেমিট্যান্স পাঠানো বিষয়ক এক প্রচারণা সভা করেন হাইকমিশনার। সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বিশেষ ব্যবস্থাপনায় পাসপোর্ট প্রদানের দাবি উত্থাপন করেন হাইকমিশনারের কাছে।

সভায় তারা বলছিলেন, পোস্ট অফিস অথবা সরাসরি হাইকমিশন থেকে পাসপোর্ট সংগ্রহ করতে একদিন চলে যায়। একদিন ছুটি নিলে বেতনও কেটে রাখে মালিকপক্ষ। এসময় হাইকমিশনার প্রবাসীদের দাবি পূরণের আশ্বাস দেন।

এরই পরিপ্রেক্ষিতে ১৫ ও ১৬ মার্চ সেলাঙ্গর রাজ্যের ক্লাং অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে সরাসরি প্রবাসীদের পাসপোর্ট দিয়েছে হাইকমিশনের সংশ্লিষ্ট বিভাগ।

শনিবার (১৬ মার্চ) বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন জানান, অনলাইনে যারা আবেদন করেছিলেন, ক্লাং অগ্রণী রেমিট্যান্স হাউজ থেকে তাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে।

প্রথম দিন শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৫০টি পাসপোর্ট বিতরণ করা হয়। শনিবার বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কার্যক্রম।

দুদিনের বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ৫ শতাধিক প্রবাসী পাসপোর্ট সেবা পাবেন বলে জানিয়েছেন কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।

মালয়েশিয়ায় সরাসরি পাসপোর্ট পাচ্ছেন প্রবাসীরাসেবা প্রদানে পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলরের সঙ্গে রয়েছেন, সংশ্লিষ্ট বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ছাইদুল ইসলাম ও অফিস সহকারী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী।

মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন জানান, যেসব পাসপোর্ট আবেদনকারীর তথ্য অনলাইনে থাকবে, শুধুমাত্র তারাই সরাসরি উপস্থিত হয়ে পাসপোর্ট নিতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণের সার্ভিসটিও চালু থাকবে।

পাসপোর্ট নিতে আসা প্রবাসী মোহাম্মদ মাহফুজুর রহমান ও মনিরুল ইসলাম বলেন, সরাসরি পাসপোর্ট হাতে পেয়ে আমরা খুশি। এখন যথাসময়ে ভিসা করতে পারবো।

শেয়ারনিউজ, ১৭ মার্চ ২০২৪

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে