ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫
Sharenews24

কুয়েতে বঙ্গবন্ধু শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

২০২৪ মার্চ ১৬ ২২:৩১:৩৫
কুয়েতে বঙ্গবন্ধু শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কুয়েতে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শুক্রবার (১৫ মার্চ) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোাগিতায় কুয়েতে বেড়ে ওঠা শিশু-কিশোররা অংশগ্রহণ করে।

তিনটি গ্রুপে ভাগ করা প্রতিযোগিতায় বাংলাদেশের জাতীয় পতাকা, অপরূপ বাংলাদেশ, বাংলাদেশের গ্রাম, বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধার ছবি এঁকেছে।

কুয়েত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আশিকুজ্জামানসহ দূতাবাসের কর্মকর্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর ও দূতালয় প্রধান মো. মুনিরুজ্জামান, মিনিস্টার (শ্রম) আবুল হোসেন, কাউন্সিলর ইকবাল আক্তার, তৃতীয় সচিব আবদুল লতিফ ফকিরসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ারনিউজ, ১৬ মার্চ ২০২৪

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে